নববর্ষ আইলরে
লিখেছেন লিখেছেন শেখ সাদী ১৩ এপ্রিল, ২০১৩, ১১:৪১:২৪ রাত
আইলরে আইলরে,
নববর্ষ আইলরে ।
আম-জাম, কাঁঠাল-লিচু ,
পাঁকবেরে পাঁকবেবে।
আইলরে আইলরে,
নতুন বছর আইলরে।
পান্তা- ইলিশ খাই বা না খাই,
নতুন ভাবনা ভাববোরে।
আইলরে আইলরে,
নববর্ষ আইলরে ।
ছোট-বড় সবাই মিলে,
হাঁসি আনন্দো করবোরে
আইলরে আইলরে,
নতুন বছর আইলরে।
হিংসা-বিদ্ধেষ ভুলে গিয়ে,
নতুন করে বাঁচবোরে ।
বিষয়: সাহিত্য
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন